• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কুড়িগ্রামে শিলাবৃষ্টিতে আম-লিচুর ব্যাপক ক্ষতি

কুড়িগ্রাম প্রতিনিধি

  ৩০ মার্চ ২০১৮, ২৩:৪১

কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলার বেশ কয়েকটি এলাকায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টির কারণে বোরো ক্ষেতসহ সদ্য বেড়ে ওঠা লিচু ও আমের ব্যাপক ক্ষতি হয়েছে।

এছাড়া কিছু কিছু জায়গায় গাছপালা উপড়ে পড়েছে। রাস্তায় গাছ পড়ে যাওয়ায় যান চলাচলও সাময়িক বন্ধ থাকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলবাড়ী উপজেলার কয়েকটি এলাকার ফসল। সদর উপজেলার সদ্য রোপণকৃত বোরো ফসলও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলার নাওডাঙ্গা গ্রামের কৃষক পুলিন চন্দ্র জানান, তার দুই বিঘা জমির পটল বৃষ্টির কারণে ধ্বংস হয়ে গেছে।

আরেক কৃষক হাশেম আলী জানান, প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টিতে গম, পাট ও আলুর ব্যাপক ক্ষতি হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: পঞ্চগড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি
--------------------------------------------------------

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ জানান, শিলাবৃষ্টির কারণে উপজেলার মোট ৪ হাজার হেক্টর ফসল নষ্ট হয়েছে। বোরো ধানের তেমন ক্ষতি না হলেও আম, লিচু ও বিভিন্ন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

অন্যদিকে, নাগেশ্বরীর সত্তরোর্ধ্ব কৃষক আলহাজ আব্দুর রহিম জানান, গত ৫০ বছরেও এমন শিলাবৃষ্টির স্তূপ আমার চোখে দেখিনি। ফসলের অনেক ক্ষতি হয়ে গেছে।

নাগেশ্বরী কৃষি অফিস সূত্র জানায়, এই শিলাবৃষ্টিতে শীষ বের হওয়া বোরো ফসল নষ্ট হওয়ার পাশাপাশি সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আম, লিচু ও গমের।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন জানান, হঠাৎ শিলাবৃষ্টিতে উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। তাদের যথাসাধ্য সহযোগিতা করা হবে।

আরও পড়ুন:

কে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে সন্তুষ্ট ভুটানের রাজা
কুড়িগ্রাম যাচ্ছেন ভুটানের রাজা
বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
ঝড়-বৃষ্টির যতদিন পরে শুরু হতে পারে তাপপ্রবাহ
X
Fresh