• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে ১ লাখ ইয়াবাসহ দুই ভাই আটক

চট্টগ্রাম প্রতিনিধি

  ২৮ মার্চ ২০১৮, ১৪:০৩

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার একে খান এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ দুই সহোদরকে আটক করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার দিনগত রাতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটকরা হলেন কক্সবাজার পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের মৃত হাজী মো. ইসাকের ছেলে মো. মোবারক হোসেন (৩৭) ও তার ছোট ভাই মোহাম্মদ সালমান (২৫)।

র‌্যাব-৭ এর স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে দুই মাদক ব্যবসায়ী ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। পরে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার একে খাঁন মোড়ের বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার ওপর একটি চেকপোস্ট স্থাপন করে।

--------------------------------------------------------
আরও পড়ুন: লক্ষ্মীপুরে ১৫ দোকান পুড়ে ছাই
--------------------------------------------------------

এসময় র‌্যাব-৭ এর আভিযানিক দল দুইজনকে ব্যাগসহ সন্দেহজনকভাবে ঘুরতে দেখে। পরে র‌্যাব সদস্যরা দাঁড়ানোর সংকেত দিলে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাদের আটক করে র‌্যাব।

আটককৃতদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২৫ হাজার ৯০ টাকা এবং মাদক বিক্রির চেক করে জব্দ করে।

ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় চালান দেয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে পাহাড়তলী থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
বৃষ্টির সঙ্গে পড়ল ২৫০ গ্রাম ওজনের শিলা
চবির শাটল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
সীতাকুণ্ডের ঝরনায় পর্যটকের মৃত্যু
X
Fresh