• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বালিয়াডাঙ্গীতে আগুনে পুড়লো ৬৮ ঘর, শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

  ২৭ মার্চ ২০১৮, ১৬:৫১

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অগ্নিকাণ্ডে ২৮টি পরিবারের ৬৮ ঘর পুড়ে গেছে। আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটিকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন আরও একজন।

গতকাল সোমবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের ভাণ্ডারদহ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সুদীপ্ত (১০)। সে দ্বিতীয় শ্রেণির ছাত্র।

ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী আরটিভি অনলাইনকে জানান, গতকাল সোমবার দুপুরে ভাণ্ডারদহ গ্রামের রাজেন্দ্র নাথ সিংহের বাড়ির রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে আশপাশের বাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

--------------------------------------------------------
আরও পড়ুন: নরসিংদী শহরে বেড়েই চলেছে ডাকাতি
--------------------------------------------------------

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সময় সুদীপ্ত নামের এক শিশু ঘরে ঘুমাচ্ছিল। তাকে ঘর থেকে বের করার আগেই সে মারা যায়। এসময় তাকে ঘর থেকে বের করে আনতে গিয়ে সুদীপ্তর নানা রাজেন্দ্র নাথ সিংহ আহত হয়েছেন।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলেও জানান চেয়ারম্যান সমর কুমার।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আ. মান্নান আরটিভি অনলাইনকে জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার ও কম্বল দেয়া হয়েছে।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
টঙ্গীতে আগুনে পুড়ল খাদ্যপণ্যের ১২ গুদাম
শ্রীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো কৃষকের ৯ ঘর
X
Fresh