• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বালিয়াডাঙ্গীতে আগুনে পুড়লো ৬৮ ঘর, শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

  ২৭ মার্চ ২০১৮, ১৬:৫১

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অগ্নিকাণ্ডে ২৮টি পরিবারের ৬৮ ঘর পুড়ে গেছে। আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটিকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন আরও একজন।

গতকাল সোমবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের ভাণ্ডারদহ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সুদীপ্ত (১০)। সে দ্বিতীয় শ্রেণির ছাত্র।

ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী আরটিভি অনলাইনকে জানান, গতকাল সোমবার দুপুরে ভাণ্ডারদহ গ্রামের রাজেন্দ্র নাথ সিংহের বাড়ির রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে আশপাশের বাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।