• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নরসিংদী শহরে বেড়েই চলেছে ডাকাতি

স্টাফ রিপোর্টার, নরসিংদী

  ২৭ মার্চ ২০১৮, ১৬:১৭

নরসিংদী শহরে বেড়েই চলেছে ডাকাতি। এলাকাবাসী জানান, গেলো কয়েক দিনে নরসিংদীতে প্রায় ১০টি বাড়িতে ডাকাতি হয়েছে।

সবশেষ সোমবার ভোর রাতে শহরের টাউয়াদী এলাকায় কাঠালিয়া ইউনিয়ন পরিষদের সচিব রিয়াজুল হক শিকদারের বাড়িতে গ্রিলের তালা এবং দরজার ভেঙে ডাকাতরা ঘরের ভেতরে দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে।

এসময় বাড়ির গৃহকর্তা ও তার স্ত্রীকে ডাকাতরা মেরে গুরুত্ব আহত করে। ডাকাতরা লুটে নেয় নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইলফোন সেটসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল।

--------------------------------------------------------
আরও পড়ুন: কাফনের কাপড় পরে রাজপথে শাবি শিক্ষার্থীরা
--------------------------------------------------------

রিয়াজুল হক শিকদার জানান, ১০ থেকে ১২ জনের মুখোশধারী ডাকাতরা প্রথমে বাড়ির গ্রিলের তালা, পরে ঘরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তাকে এবং তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭৯ হাজার টাকা, সরকারি একটি ল্যাপটপ, ৩টি দামি মোবাইলফোন সেট লুটে নেয় ডাকাতরা। এ সময় তারা ডাকাতদের বাধা দিলে তাকেসহ তার স্ত্রীকে মারধোর করে আহত করে। পরে তার বাড়ির ভাড়াটিয়ের ঘরে ডাকাতরা প্রবেশ করে। সেখানে কিছু মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এছাড়াও একইদিনে মাধবদীতে আর এফ এল বেস্ট বাই এ ডাকাতি হয়। সেখান থেকে নগদ টাকাসহ বেশ কিছু দামি জিনিসপত্র নিয়ে যায়।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান আরটিভি অনলাইনকে বলেন, এরইমধ্যে ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন এলাকায় পাহারা জোরদার করা হয়েছে। ডাকাতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলে ব্যবস্থা নেওয়া হবে : ইসি আলমগীর
গলায় জীবন্ত কৈ মাছ আটকে কৃষকের মৃত্যু
নরসিংদীতে বালু ব্যবসা নিয়ে সংঘর্ষ, নিহত ১ 
নরসিংদীতে প্রকাশ্যে ইউপি সদস্যকে গুলি ও গলা কেটে হত্যা 
X
Fresh