• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কাফনের কাপড় পরে রাজপথে শাবি শিক্ষার্থীরা

সিলেট প্রতিনিধি

  ২৭ মার্চ ২০১৮, ১৬:১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মাহিদ আল সালাম হত্যার প্রতিবাদে কাফনের কাপড় পরে রাজপথে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার ১১টার দিকে তারা নগরীর চৌহাট্টায় রাস্তায় বসে, দাঁড়িয়ে ও শুয়ে অবস্থান নেন। এসময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো শহীদ মিনার ও আশপাশের এলাকা।

--------------------------------------------------------
আরও পড়ুন: দোকানির ক্ষুরের আঘাতে ৩ পুলিশ আহত
--------------------------------------------------------

এর আগে সকাল নয়টায় শাবি ক্যাম্পাসে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসে তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এরপর পায়ে হেঁটে ক্যাম্পাসে থেকে শহীদ মিনার অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা।

শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অবস্থান শেষে তারা স্থানীয় জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন।

প্রসঙ্গত, গেলো রোববার রাতে দক্ষিণ সুরমার ক্লিন ব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাবি ছাত্র মাহিদ নিহত হন।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে পাওয়া যাবে আইসিসি অনুমোদিত বাংলা ব্যাট
সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
সিলেটে হিট স্ট্রোকে রিকশাচালকের মৃত্যু
সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
X
Fresh