• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দোকানির ক্ষুরের আঘাতে ৩ পুলিশ আহত

গাইবান্ধা প্রতিনিধি

  ২৭ মার্চ ২০১৮, ১৫:৫৩

গাইবান্ধায় তিন পুলিশ সদস্যের ওপর ক্ষুর নিয়ে হামলা করেছে এক দোকানি।

মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের পৌরপার্কে এ ঘটনা ঘটে।

পুলিশ হামলাকারী দোকানি সৌরভকে (২৩) আটক করেছে। তিনি গাইবান্ধা পৌর এলাকার ডেভিড কোম্পানি পাড়ার আব্দুল্লাহ হোসেনের ছেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন কোর্ট পুলিশের টিএসআই সাঈদ, সদর পুলিশ ফাঁড়ির এএসআই ছানোয়ার ও ছাত্তার।

পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া আরটিভি অনলাইনকে বলেন, গতকাল সোমবার আহত তিন পুলিশ সদস্য সৌরভের দোকানে গিয়ে পান কিনে খান।

পরে হিসাব নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে সৌরভকে চড়-থাপ্পর দেন পুলিশ সদস্যরা।

--------------------------------------------------------
আরও পড়ুন: মেহেরপুরে গণহিস্টোরিয়ায় ৩৫ ছাত্রী হাসপাতালে
--------------------------------------------------------

এরই জের ধরে আজ মঙ্গলবার ওই পুলিশ কর্মকর্তারা দায়িত্বরত অবস্থায় পৌরপার্কে সৌরভের দোকানের সামনে এলে তিনি তাদের ওপর ক্ষুর নিয়ে হামলা চালান।

এতে ওই পুলিশ কর্মকর্তারা হাতে আঘাত পান। পরে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় সৌরভকে আটক করা হয়েছে। তার কাছে থেকে তিনটি ক্ষুর উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০
দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, আহত ১০ 
নারকেল পাড়া নিয়ে সংঘর্ষ, আহত ৮
ধান শুকানোর জায়গা নিয়ে দু’পক্ষের ৩ ঘণ্টা সংঘর্ষ, আহত ৫০
X
Fresh