• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রাজশাহীতে উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস

স্টাফ রিপোর্টার, রাজশাহী

  ২৬ মার্চ ২০১৮, ১১:১৯

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। রোববার রাত ১২টা ১ মিনিটে ভূবন মোহন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

অপরদিকে রাজশাহী কলেজ শহীদ মিনারে মহানগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ অর্পণ করে।

এছাড়াও, জাতিয় পার্টি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠন পুষ্পস্তবক অর্পণ অর্পণ করে।

সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুভ সূচনা করা হয়। সকালে স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে হেতেম খাঁ বড় মসজিদে কোরআনখানি, দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।