• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ছাত্রলীগ নেতা রাসেল হত্যায় জড়িতদের আটকের দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি

  ২৬ মার্চ ২০১৮, ০০:০৮

খাগড়াছড়ি জেলা সদরের ৬নং পৌর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মো. রাসেল(১৭) হত্যায় জড়িতদের আটক করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন।

রোববার দুপুরে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই আল্টিমেটাম দেয় তারা।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জুয়েল চাকমা, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আজম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমা।

এই ঘটনার জন্য পৌর মেয়র রফিকুল আলম এবং তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলমের অনুসারীদের দায়ী করেন তারা।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় জেলা শহরের মিলনপুরের ব্রিজের ওপর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল(১৭) গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

রোববার সকালে ময়নাতদন্ত শেষে জেলা সদর হাসপাতাল থেকে পুলিশ পাহরায় জেলা সদরের হরিনাথ পাড়ায় তার বাড়িতে নিয়ে যাওয়া হয় রাসেলের মরদেহ।

কে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ বছর পর কমিটি পেল বাঙলা কলেজ ছাত্রলীগ
লক্ষ্মীপুরে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গণহত্যা দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন
জয় বাংলা না বলায় অধ্যক্ষের কক্ষে ছাত্রলীগের তালা 
X
Fresh