• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

জাফর ইকবালের ওপর হামলার স্বীকারোক্তি দিলেন ফয়জুলের বন্ধু সোহাগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ মার্চ ২০১৮, ২১:৪৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল হাসানের বন্ধু সোহাগ মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আজ (রোববার) বিকেলে সোহাগকে সিলেট মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মামুনুর রশিদ সিদ্দিকী ১৬৪ ধারায় তার জবানবন্দি গ্রহণ করেন।

সিলেট মহানগর পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী জানান, বিভিন্ন ধরনের ওয়াজ ও ইসলামিক ভিডিও মেমোরি কার্ড ফয়জুলকে সরবরাহ করতেন বলে সোহাগ আদালতে স্বীকার করেছেন।

পরে তাকে কারাগারে পাঠানো হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: পুলিশের ব্যাগে ১০ হাজার ইয়াবা!
--------------------------------------------------------

এর আগে আদালতে হামলাকারী ফয়জুল হাসান, তার বাবা আতিকুর রহমান ও ভাই এনামুল হাসান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গেলো ৩ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে জাফর ইকবালের ওপর হামলা চালায় ফয়জুল।

এ ঘটনায় সিলেট মহানগরীর জালালাবাদ থানায় মামলা দায়ের করেন শাবিপ্রবি’র রেজিস্ট্রার ইশফাকুল হোসেন। মামলায় ফয়জুল হাসান ছাড়াও তার বাবা আতিকুর রহমান, মা মিনারা বেগম, ভাই এনামুল হাসান, মামা ফজলুর রহমান ও বন্ধু সোহাগ মিয়াকে আসামি করা হয়।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh