• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পুলিশের ব্যাগে ১০ হাজার ইয়াবা!

কক্সবাজার প্রতিনিধি

  ২৫ মার্চ ২০১৮, ২১:৪১

কক্সবাজারের উখিয়ায় সৌরভ বড়ুয়া নামের এক পুলিশ সদস্যের শপিং ব্যাগে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কোট বাজারে অভিযান চালিয়ে এক সহযোগীসহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জানা গেছে, সৌরভ বড়ুয়া(পুলিশ কনস্টেবল নং-২৯৯) উখিয়া থানায় ওয়ারলেস অপারটের হিসেবে কর্মরত আছেন। উখিয়া বাজারের উত্তর পাশের রাস্তার পশ্চিমে রতন দে’র ভাড়া বাসায় থাকতেন তিনি।

অপর আটককৃতের নাম মো. ইমন। তিনি কোট বাজারের হাজী মার্কেটের দ্বিতীয় তলার ‘ইমন ভিডিও এন্ড পুষ্প বিতান’ নামের একটি দোকানের মালিক। তিনি উখিয়ার রাজাপালং ইউনিয়নের পিনজিরকুলের হাজী শাহজাহানের ছেলে।

--------------------------------------------------------
আরও পড়ুন: সরকারি স্টিকার লাগানো গাড়িতে ৫০ হাজার ইয়াবা
--------------------------------------------------------

অভিযানে নেতৃত্ব দেয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে অধিদপ্তরের একটি দল রাতে কোটবাজারের হাজী মার্কেটের দ্বিতীয় তলার ইমনের দোকানে অভিযান চালায়।

তিনি আরও জানান, এসময় সৌরভের হাতে থাকা শপিং ব্যাগের ভেতর নীল রঙের প্যাকেটে মোড়ানো ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তাদেরকে আটক করা হয়। সৌরভ উখিয়া থানার কনস্টেবল হিসেবে কর্মরত আছেন বলে শুনেছি।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের ডবলমুরিং সার্কেলের পরিদর্শক আবুল কাশেম বাদী হয়ে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করেছেন।

কক্সবাজার আদালতের পরিদর্শক মো. দিদারুল আলম জানান, সৌরভ ও ইমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

কে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
পাহাড়ে রাতে র‌্যাব-পুলিশের অভিযান, ১০ অপহৃত উদ্ধার
নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
X
Fresh