• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে ভবনে বিস্ফোরণ, নিহত ১

ময়মনসিংহ প্রতিনিধি

  ২৫ মার্চ ২০১৮, ০৮:৩৭

ময়মনসিংহের ভালুকার মাষ্টারবাড়ি এলাকায় একটি ছয়তলা ভবনের ৩ তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

গতকাল শনিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ৩য় তলার দেয়াল ও কাঁচের দরজা-জানালাগুলো ভেঙে প্রায় ২শ’ মিটার পর্যন্ত দূরত্বে ছড়িয়ে পড়েছে।

ঝলসে যাওয়া এবং গুরুত্বর আহত তিনজনের মধ্যে হাফিজ (২৫) ও দীপ্ত সরকার (২৫) নামে দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং নাজমুল (২৪) নামে অপর একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক জার্জিয়া জানান, আহতদের শরীরের ৫০ শতাংশই ঝলসে গেছে। এদের অবস্থা আশঙ্কাজনক।
--------------------------------------------------------
আরও পড়ুন: রাণীনগরে ট্রলিচাপায় শ্রমিকের মৃত্যু
--------------------------------------------------------

হতাহতরা সকলেই খুলনা ইউনিভার্সিটি অব টেকনোলজির (খুয়েট) ছাত্র। মাষ্টারবাড়ি ইসকয়ার ইন্ডাস্ট্রিজে ইন্টার্ন করতে ১০ দিন আগে তারা এই ছয় তলা ভবনের তয় তলায় ভাড়া নেন।

বর্তমানে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে অবস্থান করছেন।

ঢাকা থেকে বোমা ডিসপোজাল টিমের সদস্যরা ভালুকা উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

সৈয়দ নুরুল ইসলাম জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এমনটি ঘটতে পারে। তবে ঢাকা থেকে বোমা ডিস্পোজাল টিমের সদস্যরা ঘটনাস্থলে না পৌঁছা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না।

তিনি জানান, হতাহতরা খুলনা ইউনিভার্সিটি অব টেকনোলজির (খুয়েট) ছাত্র। মাষ্টারবাড়ি ইসকয়ার ইন্ডাষ্ট্রিজে এরা ইন্টার্ন করছিল।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
শ্যামনগরে বিটুমিনের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
X
Fresh