• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জার্মান গবেষণার প্রতিবেদনটি একচোখা: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি

  ২৪ মার্চ ২০১৮, ১৬:৪৮

জার্মান গবেষণার প্রতিবেদনটি একচোখা। তারা জঙ্গি-সন্ত্রাস দমনের ঘটনাকে অন্যভাবে চিত্রায়িত করছে। এটা ঠিক না। পৃথিবীর কোথাও অগণতান্ত্রিক শক্তি বিনাশের বিপক্ষে কেউ ওকালতি করে না।

বললেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

শনিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সবুজ কলি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

ইনু আরও বলেন, বাংলাদেশে নিয়মমতো সকল নির্বাচন হচ্ছে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। গণমাধ্যমের প্রসার এবং বিকাশ ঘটছে। সংবিধান অনুযায়ী বক্তব্য, বিবৃতি, সভা-সেমিনার এবং সমালোচনা করার অধিকার রয়েছে।