• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নিখোঁজের ১৫ দিন পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি

  ২১ মার্চ ২০১৮, ১১:৩১

সাভারে নিখোঁজের ১৫ দিন পর বালুচাপা অবস্থায় এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার একটি বালুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কলেজছাত্রের নাম মাহমুদুর রহমান ফয়সাল (১৭)। তিনি ওই এলাকার মাসুদ রানার ছেলে এবং সাভার কলেজেক্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী

সাভার মডেল থানার এসআই আজগর আলী আরটিভি অনলাইনকে বলেন, গেলো পাঁচ মার্চ রাতে ফয়সালকে অপহরণ করেন একই এলাকার ইয়াজ উদ্দিন মিয়ার ভাড়াটে রাজু মিয়া।

নিখোঁজের পরে ওই কলেজ শিক্ষার্থীর বাবা সাভার মডেল থানায় রাজুকে অভিযুক্ত করে একটি সাধারণ ডায়রি করেন।

এরপর গতকাল মঙ্গলবার সকালে দিনাজপুরের বিরামপুর এলাকার একটি স্কুল থেকে এ ঘটনার সঙ্গে জড়িত রাজু ও আকাশকে আটক করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ফয়সালের মরদেহ উদ্ধার করা হয়।

আটকরা পুলিশকে জানান, ফয়সালকে অপহরণের পর হাত-পা বেঁধে গলায় রশি দিয়ে হত্যার পর মরদেহ বালুচাপা দিয়ে রাখা হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসআই আজগর আলী আরও বলেন, আটক দুইজনকে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হবে।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাভারে কাপড়ের দোকানে এসি বিস্ফোরণ, দগ্ধ ৩
সাভারে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা
সাভারে পাঁচ গাড়িতে আগুন, নিহত বেড়ে ৩ 
সাভারে ৫ গাড়িতে আগুন : ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট
X
Fresh