• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রফিক পরিবার

নোয়াখালী প্রতিনিধি

  ২০ মার্চ ২০১৮, ১৯:৫৫

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত নোয়াখালীর সোনাইমুড়ীর উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কেশারখিল গ্রামের একই পরিবারের রফিক জামান রিমু, তার স্ত্রী সানজিদা হক বিপাশা ও একমাত্র শিশুপুত্র অনিরুদ্ধ জামানের দাফন সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার ভোরে ঢাকা থেকে নিহত রফিক জামান, তার স্ত্রী ও শিশুপুত্রের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি সোনাইমুড়ী উপজেলার কেশারখিলের সাতানী ভূইয়া বাড়িতে পৌঁছে। এ সময় নিহতদের আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরে সকাল ১০টায় কেশারখিল বালিকা উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রফিক জামানের বাবা জহিরুল ইসলামের পাশে তাদেরকে দাফন করা হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: ‘ডেইজি-স্টাইলে’ এবার কুমিল্লার মেয়র
--------------------------------------------------------

জানাজারে আগে নিহত রফিক জামানের স্বজন ও এলাকাবাসী তার স্মৃতি রক্ষায় তার নামে এলাকায় একটি সড়কের নামকরণের দাবি জানান।

জানাজায় সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা টিনা পাল, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, থানা পুলিশের সদস্যরা এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।

গত ১২ মার্চ দুপুরে ঢাকা থেকে ৭১ আরোহী নিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে নামার সময় ইউএস-বাংলার ফ্লাইট বিএস-২১১ রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়।

এতে বিমানের ৫১ আরোহী নিহত হন। উড়োজাহাজে চার ক্রুসহ ৩৬ বাংলাদেশি ছিলেন। এদের ২৬ জনই নিহত হয়েছেন। আহত হন ১০ জন।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমান দুর্ঘটনায় ২ মেয়েসহ অভিনেতার মৃত্যু
দুই মেয়েসহ জনপ্রিয় হলিউড অভিনেতার করুণ মৃত্যু
রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৫
X
Fresh