• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কালীগঞ্জে চার প্রভাষককে দুদকে তলব

ঝিনাইদহ প্রতিনিধি

  ২০ মার্চ ২০১৮, ১৪:১৮

ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাবউদ্দীন ডিগ্রি কলেজে (এম ইউ) প্রভাষক নিয়োগে দুর্নীতির অভিযোগে চার শিক্ষককে তলব করেছে দুদক।

গেলো রোববার দুপুরে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এম ইউ ডিগ্রি কলেজের সকল বিভাগের অধ্যাপক, প্রভাষক ও কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় কাগজপত্র সার্টিফিকেট, নিয়োগ, বেতন কাঠামোসহ গুরুত্বপূর্ণ ফাইলপত্র তদন্ত করেন।

সেইসঙ্গে অভিযুক্তদের মৌখিক সাক্ষাত গ্রহণ করেন যশোর দুদক উপ-পরিচালক সৌরভ দাস।

জানা গেছে, ২০১০ সালে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অর্থ লেনদেনের মাধ্যমে ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক সেলিনা ইসলাম, ইতিহাস বিভাগের প্রভাষক সুপর্ণা বিশ্বাস, ভূগোল বিভাগের প্রভাষক সাইফুন নাহারকে নিয়োগ দেন তৎকালীন অধ্যক্ষ মাহবুবার রহমান।

--------------------------------------------------------
আরও পড়ুন: পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক ফয়সাল
--------------------------------------------------------

এ ঘটনায় ২০১৪ সালের এক নভেম্বর তিন প্রভাষক নিয়োগ, পরীক্ষায় অনিয়ম, অর্থ আত্মসাতসহ একাধিক দুর্নীতির দায়ে অধ্যক্ষ মাহবুবার রহমানকে সাময়িক বরখাস্ত করেন কলেজ পরিচালনা পরিষদ। এরপর থেকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন আ. মজিদ মণ্ডল।

কারিগরি বিভাগে জাল সনদ দিয়ে চাকরির অভিযোগে প্রভাষক রকিবুল ইসলাম মিল্টনসহ তিন প্রভাষককে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ২২ মার্চ-এর মধ্যে হাজির হতে নির্দেশ দিয়েছেন যশোর দুদক কার্যালয়ের উপ-পরিচালক।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. মজিদ মণ্ডল আরটিভি অনলাইনকে বলেন, অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি অনুসন্ধানে তদন্ত করছে দুদক। আমরা অতি দ্রুত দুদক কার্যালয়ে হাজির হব।

যশোর দুদক কার্যালয়ের উপ-পরিচালক সৌরভ দাস আরটিভি অনলাইনকে বলেন, অভিযুক্তদের নিয়োগের ব্যাপারে তদন্ত চলছে। অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝিনাইদহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা
আরটিভির ঝিনাইদহ প্রতিনিধি শিপলু জামানের বাবা আর নেই
কালীগঞ্জে ঊষার ইফতার ও দোয়া মাহফিল
X
Fresh