• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

পুলিশের বিরুদ্ধে গৃহবধূকে উত্ত্যক্তের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি

  ২০ মার্চ ২০১৮, ১৩:২৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এক উপ-পরিদর্শকের বিরুদ্ধে গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার বিকেলে উপজেলা শহরের হোটেল ব্যবসায়ী শামসুল হকের বাড়িতে এই ঘটনা ঘটে।

জানা যায়, সাদা পোশাকে অভিযুক্ত এএসআই জাহিদ ও আরেক পুলিশ সদস্য ওই বাড়িতে ঢুকে শ্যামলী খাতুন (৩২) নামের এক গৃহবধূকে উত্ত্যক্ত এবং শ্লীলতাহানির চেষ্টা করে।

--------------------------------------------------------
আরও পড়ুন: নেপালে নিহত আখতারা বেগমের দাফন সম্পন্ন
--------------------------------------------------------

এসময় গৃহবধূর চিৎকারে বাজারের লোকজন এগিয়ে এলে দুই পুলিশ সদস্য পালিয়ে যায়। পরে স্থানীয়রা এএসআই জাহিদের ফেলে যাওয়া পালসার মোটরসাইকেলটি আটক করে বিক্ষোভ প্রদর্শন করে।

খবর শুনে ভূরুঙ্গামারী থানার এসআই ওসমান গনি ঘটনাস্থলে এসে জনগণকে বিচারের আশ্বাস দিয়ে মোটরসাইকেলটি নিয়ে যায়।

ভুক্তভোগীর স্বামী হোটেল ব্যবসায়ী শামসুল আলম আরটিভি অনলাইনকে বলেন, বেশ কিছুদিন থেকে ওই এএসআই তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তিনি বিষয়টি উপজেলা চেয়ারম্যানকে অবহিত করেছিলেন।

উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী আরটিভি অনলাইনকে জানান, বিষয়টি আমি শুনেছি এবং এ ব্যাপারে ওসি সাহেবকে ব্যবস্থা নেয়ার জন্য বলেছিলাম।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত আরটিভি অনলাইনকে বলেন, অভিযোগ সত্য হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh