• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মাহফিলের খিচুরি খেয়ে শিশুসহ ২৫ জনের বেশি হাসপাতালে

ঝালকাঠি প্রতিনিধি

  ১৯ মার্চ ২০১৮, ২১:১২

ঝালকাঠিতে মাহফিল শেষে দেয়া খিচুরি খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। তবে এই সংখ্যা আরও বেশি বলে জানিয়েছেন এসব রোগীরা।

রোববার রাতে ঝালকাঠি শহরের কুতুবনগর আযীযিয়া আলিম মাদরাসায় বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের পর দোয়া মোনাজাত শেষে রাত ২টার দিকে খিচুরি খাওয়ানো হয়।

এই খিচুরি খেয়ে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত একে একে অসুস্থ হতে থাকেন অনেকে। পরে তাদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের খাতায় শিশুসহ ২৫ জনের নাম পাওয়া যায়।

--------------------------------------------------------
আরও পড়ুন: সাংবাদিক নির্যাতনের ঘটনায় আরও ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত
--------------------------------------------------------

তাদের মধ্যে রয়েছেন- মুক্তা আক্তার(১১), রিয়া আক্তার(১০), শিহাব হোসেন(৬), মেরিনা আক্তার(১১), লিজা আক্তার(৬), রনি(৬), জাকারিয়া হোসেন(৪), কহিনুর বেগম(২০), লামিয়া বেগম(২২), মাহফুজ হোসেন(৭), লিমা বেগম( ১৯), লাইজু বেগম(৩৮), মফিজুল হাসান(৯), সালেহা বেগম(৬৫), তাজমিম আক্তার(৭), শিফাতুল্লাহ(৯), তাহিরা আক্তার(৪), জাহাঙ্গীর হোসেন(৪৫), আছিয়া বেগম(২৫) ও আলম হাওলাদার(৪০)।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার গোলাম ফরহাদ জানান, ভর্তি হওয়া রোগীরা পাতলা পায়খানা, বমি এবং পেটে ব্যথায় ভুগছেন।

খাদ্যের বিষক্রিয়া থেকে এই ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, অসুস্থদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

মাদরাসার অধ্যক্ষ আব্দুল মান্নান বলেন, এখানে খিচুরি খেয়েছেন দুই হাজারের বেশি জন। অসুস্থ হয়েছেন মাত্র কয়েক জন। খাবারের সমস্যার কারণে নয়, গরমের কারণে হয়ত তারা অসুস্থ হয়েছেন।

আরও পড়ুন:

কে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘এখন আমার কি হবে, মনুরে লইয়া কোন পথে যামু’
ঝালকাঠিতে নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহত ১৪ : চালক-হেলপার আটক
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিচয় মিলেছে
X
Fresh