• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

খাগড়াছড়িতে বজ্রাঘাতে দুই স্কুলশিক্ষার্থী নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি

  ১৭ মার্চ ২০১৮, ২২:২৭

খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলায় বজ্রাঘাতে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে পৃথক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাটিরাঙ্গা উপজেলার ওয়াছুপাড়ার বাসিন্দা অনিল কুমার ত্রিপুরার ছেলে সাধন কুমার ত্রিপুরা (১৭) ও অন্যজন গুইমারা উপজেলার আটবাড়ি এলাকার বাসিন্দা প্রতিম কুমার ত্রিপুরার মেয়ে মিকিতা ত্রিপুরা (১০)।

সাধন কুমার ত্রিপুরা মাটিরাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও মিকিতা ত্রিপুরা আবাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন পিপএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে বৃষ্টির সময় বাড়ির উঠানে ছিলেন সাধন কুমার ত্রিপুরা। এসময় বজ্রপাতের ঘটনা ঘটলে মারা যায় সে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিকিতা ত্রিপুরা বাড়ির পাশের স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। বৃষ্টির সময় বাড়ির উঠানে খেলা করছিল।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ১৪
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত বেড়ে ৯ 
X
Fresh