• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রূপসা নদীতে ক্লিংকারবাহী জাহাজডুবি

খুলনা প্রতিনিধি

  ১৫ মার্চ ২০১৮, ১৬:৫৬

খুলনায় রূপসা নদীতে সিমেন্টের কাঁচামালসহ ‘এমভি বিবি-১১৩৪’ নামে একটি কার্গো জাহাজডুবির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেল তিনটা ২০মিনিটের দিকে খান জাহান আলী সেতু সংলগ্ন রূপসা নদীতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী আব্দুল্লাহ বলেন, জাহাজটি সেভেন রিংস সিমেন্ট কারখানা বরাবর রূপসার মাঝ নদীতে নোঙ্গর করা ছিল। দুপুর সোয়া দুইটার দিকে হঠাৎ বিকট শব্দে তলা ফেটে জাহাজটির সামনের অংশ ডুবতে শুরু করে। বিকেল তিনটা ২০ মিনিটের দিকে জাহাজটি সম্পূর্ণ ডুবে যায়। জাহাজটিতে সিমেন্ট তৈরির কাঁচামাল ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে জাহাজটির মালিক কে তা জানা যায়নি।

এদিকে জাহাজডুবির ঘটনা শুনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), কোস্টগার্ড ও নৌবাহিনী ঘটনাস্থলে ছুটে যায়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, রূপসা নদীতে জাহাজডুবির ঘটনা শুনেছি। জাহাজে কি ছিল তা এখনও জানতে পারিনি।

তবে জাহাজটিতে এক হাজার ৩৫ মেট্রিক টন সিমেন্টের কাঁচামাল ছিল বলে জানিয়েছেন উদ্ধার কাজে আসা কোস্টগার্ডের এক সদস্য।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগে ঘরের ছেলেরা নিরাপদে ঘরে ফিরুক
জিম্মিদশার ৩১ দিনের লোমহর্ষক বর্ণনা দিলেন জাহাজের ক্যাপ্টেন
মুক্ত দুই নাবিক ফিরবেন বিমানে, বাকিরা জাহাজে  
মুক্তির পর যে কারণে জাহাজ এমভি আবদুল্লাহকে ঘেরা হলো কাঁটাতারে
X
Fresh