• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জাফর ইকবালের ওপর হামলা: এবার হামলাকারীর চাচা আটক

সুনামগঞ্জ প্রতিনিধি

  ০৪ মার্চ ২০১৮, ১০:২৯

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় হামলাকারীর চাচা আব্দুল কাহার লুলইকে (৫৫) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) সদস্যরা।

রোববার ভোরে দিরাই উপজেলার কালিয়ারকাপন নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সুনামগঞ্জের দিরাই থানার পরিদর্শক (তদন্ত) এবিএম দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদস্যরা তাকে আটক করেছে।

এর আগে হামলাকারী ফয়জুরের মামাকে সিলেট থেকে আটক করা হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য রাত সোয়া ১ টার দিকে থানায় নিয়ে আসা হয়। পাশাপাশি বাসাটি থেকে একটি ল্যাপটপ জব্দ করা হয়।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। তার মাথায় এবং হাতে ছুরিকাঘাত করে হামলাকারী যুবক ফয়জুর। হামলার পরপরই তাকে আটক করে গণপিটুনি দেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হুমায়ুন আজাদের ওপর হামলাকারী গ্রেপ্তার
মস্কোর কনসার্টে হামলাকারীদের ছবি প্রকাশ করল আইএস
মস্কোয় হামলাকারী কারা এই আইএস-কে?
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ২
X
Fresh