• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শাহ আরফিন টিলায় কোয়ারি ধস: আরও দুইজনের মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি

  ০১ মার্চ ২০১৮, ১২:৪০

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরফিন টিলায় পাথর উত্তোলনের সময় মাটিচাপায় নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ জানান, আজ বৃহস্পতিবার সিলেট থেকে ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে নিখোঁজ আরও দুই শ্রমিকদের মরদেহ উদ্ধার করেছে। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

দিলীপ কান্ত নাথ আরও জানান গতকাল বুধবার শাহ আরফিন টিলায় পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান চলাকালে পাশের একটি কোয়ারিতে মাটি চাপায় বেশ কয়েকজন শ্রমিক মাটিচাপা পড়ে। এদের মধ্যে দুইজনকে ঘটনার পরপরেই উদ্ধার করে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কাঁচা মিয়া (৪৫) নামের একজন মারা যান। আহত শ্রমিকের নাম আব্দুল গনি (৫৫)।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ আরটিভি অনলাইনকে জানান, জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকদের পাথর উত্তোলন থেকে বিরত থাকার জন্য স্থানীয় শাহ্ আরফিন বাজার, নারায়ণপুর এবং টিলা এলাকায় সারাদিন মাইকিং করা হয়েছে।

অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান ইউএনও।

এ নিয়ে গেলো এক সপ্তাহে কোম্পানীগঞ্জে অবৈধভাবে পাথর তোলার চেষ্টায় আটজনের মৃত্যু হলো।

গেলো রোববার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ এলাকায় একইভাবে গর্ত করে পাথর তোলার সময় মাটি ধসে পাঁচজনের মৃত্যু হয়।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদেশি শ্রমিকদের জন্য সুখবর দিল কুয়েত
শ্রীপুরে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ 
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
হাওরের পাকা ধান নিয়ে উদ্বিগ্ন কৃষক, শ্রমিক সংকট
X
Fresh