• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হাত জোড় করে ছাত্রলীগ কর্মীদের শান্ত হতে বললেন মন্ত্রী, তারপরও

অনলাইন ডেস্ক
  ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০৮

দীর্ঘ নয় বছর পর যথারীতি চট্টগ্রামে শুরু হয় ছাত্রলীগের সম্মেলন। নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে এ সম্মেলনের মধ্য দিয়ে।

মঙ্গলবার নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বেলা ১১টার দিকে এ সম্মেলন শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের মধ্যে হাতাহাতি এবং চেয়ার ছোড়া ছুরির মতো ঘটনা ঘটলে তা পণ্ড হয়ে যায়।

এসময় সবাইকে শান্ত হতে হাত জোড় করে অনুরোধ করেন এ সম্মেলনের প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। কিন্ত তাদের থামাতে পারেননি তিনি।

পাশাপাশি সম্মেলন কক্ষের পেছনের দিকে একটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন যখন বক্তব্য দিচ্ছিলেন তখন পেছনের দিকে বসা ছাত্রলীগ কর্মীরা স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের নামে স্লোগান দিতে থাকেন। এসময় জাকির হোসাইন তাদের বলেন, শেখ হাসিনা আর বঙ্গবন্ধু ছাড়া আর কারও নামে স্লোগান দেয়া যাবে না। কিন্তু কর্মীরা তাদের সাড়া দেননি।

তার পর বক্তব্য দিচ্ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সাকিব হোসেন। এ সময়ই সম্মেলন কক্ষের পেছনের দিকে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। মঞ্চে উপস্থিত অতিথিদের নিষেধ সত্ত্বেও এই সংঘর্ষ চলতে থাকে। কক্ষের পেছনের দিকে একটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সবাই সম্মেলন কক্ষ থেকে দৌড়ে বাইরে চলে যান। এ অবস্থার মধ্যেই দুপুর ১২টার দিকে সম্মেলনে আসা অতিথিরা সম্মেলনস্থল ত্যাগ করেন।

তবে এ সংঘর্ষের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করলেন ছাত্রলীগ উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব চৌধুরী।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রলীগ নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, কমিটি বিলুপ্ত
লক্ষ্মীপুরে হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু 
ছাত্রলীগের চার নেতাকে গুলি, স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
নোয়াখালীতে ছাত্রলীগের মিলনমেলা অনুষ্ঠিত
X
Fresh