• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলে চলছে পরিবহন ধর্মঘট

টাঙ্গাইল প্রতিনিধি

  ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১০:২৭

টাঙ্গাইলে পাঁচ দফা দাবিতে পরিবহন ধর্মঘট চলছে।

জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতি ও বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডাকা এ ধর্মঘট সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এর আগে গেলো ১৯ ফেব্রুয়ারি দুপুরে টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ঘোষণা দেয়া হয়।

গেলো ১২ ফেব্রুয়ারি রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলরত ধলেশ্বরী সার্ভিসের ইনসাফ পরিবহনের বাসে ডাকাতি ও চালক মো. শাহজাহান মিয়াকে হত্যার ঘটনায় জড়িতদের সাত দিনের মধ্যে গ্রেপ্তার, গোড়াই হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জসহ সব কর্মকর্তাকে প্রত্যাহার, সড়ক-মহাসড়কে অবৈধ যান সিএনজি-করিমন-নছিমন বন্ধ, গাড়িতে পুলিশের চাঁদাবাজি ও অন্যায়ভাবে রাস্তায় হয়রানি বন্ধ, রাস্তায় ডাকাতি বন্ধসহ যাত্রীদের সার্বিক নিরাপত্তা প্রদানসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সাত দিনের আল্টিমেটাম দেয়া হয়।

গতকাল রোববার আল্টিমেটামের সেই সাত দিন শেষ হলে প্রশাসনের পক্ষ থেকে বাসে ডাকাতির ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার ছাড়া আর কোনো দাবি বাস্তবায়ন না করায় এই ধর্মঘটের ডাক দেয় তারা।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সদরঘাটে হতাহতে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
পরিবহন শ্রমিক : আমাদের ক্ষোভ বনাম বাস্তবতা
যানজট না থাকলেও পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা
রাজধানীর রাস্তা ফাঁকা, গণপরিবহন হাতেগোনা
X
Fresh