• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খাগড়াছড়িতে চলছে ইজতেমার দ্বিতীয় দিন

খাগড়াছড়ি প্রতিনিধি

  ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫৬

খাগড়াছড়িতে জেলা পর্যায়ে আঞ্চলিক ইজতেমার দ্বিতীয় দিন ছিল আজ। শুক্রবার জুমার দিন হওয়ায় কয়েক হাজার মুসল্লি সমবেত হয়ে ইজতেমা ময়দানে জুমার নামাজ আদায় করেন।

চেঙ্গী নদীর তীরে জেলার সবচেয়ে বড় জুমার নামাজে ১০ হাজারেরও বেশি লোক নামাজ আদায় করেন ইজতেমা ময়দানে।

জুমার নামাজের সময় ইজতেমার মূল ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ফলে ইজতেমা মাঠের আশপাশের মসজিগুলোতে জুমার নামাজ পড়ানো হয়। এখানে নামাজ আদায় করেন জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে আসা মুসল্লিরা। জুমার নামাজ পড়ান ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা আশরাফ আলী।

গতকাল বৃহস্পতিবার ফজরের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় খাগড়াছড়িতে জেলা পর্যায়ে আঞ্চলিক ইজতেমা।

ইজতেমাকে ঘিরে ময়দানের পাশেই মুসল্লিদের জন্য ব্যবস্থা করা হয়েছে স্যানিটেশন, ওজু ও খাওয়ার পানির ব্যবস্থা। খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এসবের আয়োজন করে বলে জানিয়েছেন উপ-সহকারী প্রকৌশলী মো. আশরাফ।

জেলা শহরের গঞ্জপাড়া এলাকার চেঙ্গী নদীর পাড়ে তিনদিনব্যাপী তাবলিগ জামাত এ ইজতেমার আয়োজন করে। এ ইজতেমা ঘিরে নেয়া হয়েছে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা।

আগামীকাল শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এই ইজতেমা।

টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় ভিড় ও মানুষের কষ্ট কমাতে দেশের ৬৪টি জেলার মধ্যে ৩২ জেলায় আঞ্চলিক ইজতেমা আয়োজন করা হয়।

আরও পড়ুন:

এসএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
চলছে ৬ এপ্রিলের টিকিট বিক্রি
‘ভারত বর্জনের ডাকে পাকিস্তান আমলের রাজনীতি চালুর চেষ্টা চলছে’
বাড়ছে চালের দাম, চলছে চালবাজি
X
Fresh