• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

১৫ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৬

১৫ ঘণ্টা পর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকাগামী উপবন ট্রেন এক্সপ্রেসের লাইনচ্যুত ১১টি বগি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেল চারটার দিকে বগিগুলো উদ্ধার করা হয়। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের সিলেট বিভাগের সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান জানান, বৃহস্পতিবার দিনগত রাত পৌনে একটার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ছেড়ে সাঁতগাও রেলওয়ে স্টেশন অতিক্রমের পর ট্রেনের পুলিং রড ভেঙে লাইনের পয়েন্ট অ্যান্ড ক্রসিং এর কয়েকটি ব্লকের মধ্যে পড়ে ব্লক ভেঙে যায়। এতে ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এসময় রেলের বগিগুলো রেল সড়কের পাথরে আটকে যায়। রেললাইন দুমরে-মুচড়ে কাঠের স্লিপারগুলো ভেঙে যায়।

উপবন ট্রেনের যাত্রী আব্দুল্লাহ মাহমুদ জানান, হঠাৎ করে তীব্র ঝাঁকুনি দিয়ে ট্রেনের বগি লাইনচ্যুত হয় এবং দুলতে থাকে।

এসময় যাত্রীদের চিৎকারে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় জনগণ এগিয়ে এসে তাদের সহযোগিতা করেন।

ট্রেনের আরেকজন যাত্রী জীবনবীমা করপোরেশনের প্রধান কার্যালয়ের কর্মকর্তা আতিকুর রহমান বলেন, রাত একটার দিকে বিকট শব্দ করতে করতে ট্রেনটি লাইনচ্যুত হয়।

এসময় এক ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। তবে ট্রেন অল্প সময়ের মধ্যেই থেমে যায় এবং বগিগুলো কাত হয়ে পড়ে।

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন গতি কমিয়ে চলছে ট্রেন
দ্বিতীয় দিনে ট্রেনের ২৭ হাজার টিকিট বিক্রি
ঈদে ট্রেনযাত্রা : তিন ঘণ্টায় বিক্রি ১৪ হাজার টিকিট
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট যেদিন থেকে বিক্রি
X
Fresh