• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নাটোরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত তিন

নাটোর প্রতিনিধি

  ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১৫

নাটোরের গুরুদাসপুর উপজেলায় যাত্রীবাস এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে যাত্রীবাহী বাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার আরটিভি অনলাইনকে জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা নাটোরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলটি বাসটির ভেতর ঢুকে গেলে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়। এসময় গ্যাসচালিত বাসটির সিলিন্ডার বিস্ফোরণ হলে বাসটিতে আগুন ধরে যায়। পরে দ্রুত ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০
সুনামগঞ্জ শহরে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
X
Fresh