• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ছিনতাইকারীর কাছে হার মানতে হলো অনিমাকে

ফরিদপুর প্রতিনিধি

  ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৭

ফরিদপুরে ছিনতাইকারীর হামলায় আহত নারী অনিমা বিশ্বাস (৫০) পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় ঢাকার আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতালে তিনি মারা যান।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এস এম খবীরুল ইসলাম।

নিহত অনিমা বিশ্বাস ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি একই মেডিকেলের নাক কান ও গলা বিভাগের অধ্যাপক ডা. নৃপেন্দ্র নাথ বিশ্বাসের স্ত্রী।

মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গেলো ১৭ ফেব্রুয়ারি সকাল সাতটার দিকে কর্মস্থলে যাবার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন অনিমা।

প্রথমে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়।

এদিকে বৃহস্পতিবার দুপুরে অনিমার লাশবাহী অ্যাম্বুলেন্স ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছলে সেখানে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মরদেহ শ্বশুরবাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় নিয়ে যাওয়া হবে। সেখানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
শিল্পপতির সংসার ছাড়তে গরিবের মেয়ের সংবাদ সম্মেলন
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত বেড়ে ১৫
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত বেড়ে ১৪
X
Fresh