• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পরকীয়ার জেরেই কলেজছাত্র কিরণ খুন, ঘাতক নারীর স্বীকারোক্তি

বগুড়া প্রতিনিধি

  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৭

‘প্রথমে ক্রিকেটের স্ট্যাম্পের আঘাতে খুন, তারপর ছেলেদের পোশাক পরে লাশ বস্তাবন্দি। এরপর সেটি সাইকেলে বেঁধে বাড়ি থেকে প্রায় ১ কি.মি. দূরে কলাবাগানে লাশ ফেলে নির্বিঘ্নে বাড়ি ফিরে এসে ঘুম।’

ঘটনাটি সিনেমার মতো মনে হলেও বাস্তবে কলেজছাত্রকে খুনের পর এভাবেই লাশ ফেলে রেখে এসেছিলেন পুলিশের হাতে গ্রেপ্তার বিধবা নারী মাকছুমা আক্তার মলি। মোবাইল ফোন কললিস্টের সূত্র ধরে তাকে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য।

গ্রেপ্তারকৃত মাকছুমা আক্তার মলি উপজেলার লক্ষ্মীকোরা দহপাড়া গ্রামের মৃত দেলোয়ার সরকারের স্ত্রী। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মিজানুর রহমান বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় আমরা মাত্র ৪ দিনেই হত্যার রহস্য উদঘাটন করতে পেরেছি। মোবাইল কলের সূত্র ধরেই মঙ্গলবার বিকেলে মাকছুমাকে গ্রেপ্তার করা হয়। এরপরই তার স্বীকারোক্তির ভিত্তিতে হত্যায় ব্যবহৃত স্ট্যাম্প, লুঙ্গি, বাই সাইকেল ও দুটো মোবাইল জব্দ করা হয়েছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে পুলিশের নির্দেশনা
--------------------------------------------------------