• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কক্সবাজারে ২৫০ রোহিঙ্গার পাসপোর্ট আবেদন জব্দ

কক্সবাজার প্রতিনিধি

  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১০:০৫

রোহিঙ্গারা যাতে বাংলাদেশি পাসপোর্ট করতে না পারে সে লক্ষ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। ইতোমধ্যে পাসপোর্টের জন্য আবেদন করা ২৫০টি পাসপোর্ট ফরম জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ১০ রোহিঙ্গাকে।

গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান এ তথ্য দেন।

তিনি বলেন, রোহিঙ্গারা যাতে শুধু কক্সবাজার থেকে নয় দেশের কোনো স্থান থেকে পাসপোর্ট করতে না পারে সেজন্য কঠোর পাসপোর্ট অধিদপ্তর। দেশের সকল পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করতে বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে। পাসপোর্টের ফরম পূরণ করে দেয়ার জন্য হেল্প ডেস্ক এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের প্রস্তাব করা হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: শব্দদূষণে অতিষ্ঠ পর্যটননগরী কক্সবাজার
--------------------------------------------------------

মেজর জেনারেল মাসুদ রেজওয়ান বলেন, পালিয়ে আসা রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট করে বিদেশ পাড়ি দেয়ার অপচেষ্টা করছে। এজন্য ভুয়া পরিচয়ে পাসপোর্ট করার তোড়জোড় করছে তারা। তাদের এই অপচেষ্টা ঠেকাতে কঠোর হতে হবে। কোনোভাবেই রোহিঙ্গারা পাসপোর্ট পাবে না। এ ব্যাপারে তিনি পুলিশের গোয়েন্দা শাখাকে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি বলেন, কিছু চক্র পাসপোর্ট কার্যালয়কে ঘিরে অপকর্মের ফাঁদ পেতে পাসপোর্ট আবেদনকারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এসব দালালরা পাসপোর্ট অধিদপ্তরের অর্জনকে নষ্ট করে দিচ্ছে। তাই পুরো দেশের পাসপোর্ট কার্যালয়গুলোকে দালালমুক্ত করা হচ্ছে। কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়কেও দালালমুক্ত করতে হবে। দালালদের ব্যাপারে কোনো ছাড় নয়।

এসময় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপ-পরিচালক আবু নোমান মো. জাকির হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক দত্তক পেলেন সেবিকা
চকরিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, নিহত ১
মিয়ানমারের আরও ৫ বিজিপি সদস্য আশ্রয় নিলো বাংলাদেশে
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, নিরাপত্তা জোরদার
X
Fresh