• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কক্সবাজারে ২৫০ রোহিঙ্গার পাসপোর্ট আবেদন জব্দ

কক্সবাজার প্রতিনিধি

  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১০:০৫

রোহিঙ্গারা যাতে বাংলাদেশি পাসপোর্ট করতে না পারে সে লক্ষ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। ইতোমধ্যে পাসপোর্টের জন্য আবেদন করা ২৫০টি পাসপোর্ট ফরম জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ১০ রোহিঙ্গাকে।

গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান এ তথ্য দেন।

তিনি বলেন, রোহিঙ্গারা যাতে শুধু কক্সবাজার থেকে নয় দেশের কোনো স্থান থেকে পাসপোর্ট করতে না পারে সেজন্য কঠোর পাসপোর্ট অধিদপ্তর। দেশের সকল পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করতে বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে। পাসপোর্টের ফরম পূরণ করে দেয়ার জন্য হেল্প ডেস্ক এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের প্রস্তাব করা হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: শব্দদূষণে অতিষ্ঠ পর্যটননগরী কক্সবাজার
--------------------------------------------------------