• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বেনাপোলে বিজিবির গুলিতে নিহত ১

বেনাপোল প্রতিনিধি

  ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫২

যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) গুলিতে ইব্রাহিম (২৮) নামে এক চোরাচালানী নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে বেনাপোল সীমান্তের দৌলতপুরের তেরঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম বেনাপোল ইউনিয়নের খড়িডাঙ্গা গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক তারিকুল হাকিম জানান, ভোরে একদল চোরাকারবারি ভারত থেকে বিপুল পরিমাণ পণ্য নিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করে। এসময় বিজিবি বাধা দিলে তারা বিজিবির ওপর হামলা করে। এসময় বিজিবি ৭ রাউন্ড গুলি চালায়। এতে নিহত হয় ইব্রাহিম। পরে ঘটনাস্থল থেকে ভারতীয় শাড়ি-কাপড়সহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফিরোজ উদ্দিন বলেন, বিজিবির কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত থেকে আরও ৩০০ টন আলু আমদানি
সোমবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
সাইকেল চালিয়ে শহীদ মিনারে আসছেন ভারতীয় ১০ নাগরিক
৪০ দিন পর মরদেহ বুঝে পেল ৪ পরিবার
X
Fresh