• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

জয়পুরহাটে এসএসসি পরীক্ষার ২১ খাতা উদ্ধার, নিখোঁজ ৫০

জয়পুরহাট প্রতিনিধি

  ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:৪৪

জয়পুরহাট শহরের সোনারপট্টি শিব মন্দির এলাকা থেকে চলতি এসএসসি পরীক্ষার ২১টি ইংরেজি প্রথমপত্রের লিখিত খাতা উদ্ধার করা হয়েছে। এখনো ৫০টি খাতা নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার রাতে খাতাগুলো রাস্তা থেকে উদ্ধার করে স্থানীয় এক ব্যক্তি।

জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) মোমিনুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, গতকাল বৃহস্পতিবার জয়পুরহাট কেজি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম সরোয়ার রাজশাহী শিক্ষাবোর্ড থেকে চলমান এসএসসি পরীক্ষার ইংরেজি ১ম পত্রের ৭৫টি লিখিত খাতা নিয়ে মাইক্রোবাসে করে জয়পুরহাট আসেন। পরে খাতাগুলো নিয়ে রিকশায় করে শহরের পূর্ব বাজার এলাকায় তার বাসায় ফেরার পথে সোনারপট্টি শিব মন্দির এলাকায় খাতাগুলো পড়ে যায়।

পরে শহরের মাস্টার পাড়া এলাকার মৃত মামুনুল হকের ছেলে আসাদুল হক ২১টি খাতা পেয়ে থানায় জমা দেয়। এ ব্যাপারে তিনি একটি সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় এখনো ৫০টি খাতা নিখোঁজ রয়েছে। শিক্ষক গোলাম সরোয়ারের কাছে ৪টি খাতা আছে।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাতায় শহীদ মিনার এঁকে ভাষাশহীদদের স্মরণ
হালখাতা করেও ধারের অর্ধেক টাকা তুলতে পারলেন না শিক্ষক
বন্ধুদের ধার দেওয়া টাকা তুলতে হালখাতা
X
Fresh