• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বিএনপির সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ায় ৫ পুলিশ আহত

মৌলভীবাজার প্রতিনিধি

  ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৫

দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের প্রতিবাদে দলটির কেন্দ্র থেকে ঘোষিত অবস্থান কর্মসূচি পালনকালে মৌলভীবাজারের কুলাউড়া বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় আহত হয় ৫ পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে কুলাউড়া পৌরসভার সম্মুখে অবস্থান ধর্মঘট শুরু করে বিএনপি। এসময় পুলিশ বাঁধা দিলে বাকবিতণ্ডায় জড়ায় বিএনপি নেতাকর্মীরা। একপর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা-ধাওয়া। সেময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা। এতে আহত হয় পাঁচ পুলিশ সদস্য। পরে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করলে পালিয়ে যায় তারা।

--------------------------------------------------------
আরও পড়ুন: বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না: নাসিম
--------------------------------------------------------

আহত পুলিশ সদস্যরা হলেন কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলাম, এসআই সনাক কান্তি দাস, সাইফুল ইসলাম, সুব্রত তালুকদার ও ইমাম উদ্দিন।

কুলাউড়া থানার ওসি মো. শামীম মূসা জানান, বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খুন হন মিতু
হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু
তীব্র গরমে পুলিশ সদস্যদের প্রতি ১১ নির্দেশনা
শাবনূরকে চিনতে না পেরে আটকে দিল পুলিশ
X
Fresh