• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিএসএফের নির্যাতনের শিকার দুই বাংলাদেশি জেলে

রাজশাহী প্রতিনিধি

  ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২২

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে দুই বাংলাদেশি জেলে আহত হয়েছেন।

তাদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও আরেকজনকে গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সোমবার রাতে গোদাগাড়ীর খরচাকা সীমান্ত এলাকার পদ্মা নদীতে এই ঘটনা ঘটে।

আহত জেলেরা হলেন উপজেলার দেওপাড়া ইউনিয়নের বিয়ানাবোনা গ্রামের মিজানুর রহমান মিজান ও নিশান আলী।

এদের মধ্যে মিজান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর নিশান আলীকে গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজিবি জানায়, সোমবার রাতে মিজান ও নিশান গোদাগাড়ীর খরচাকা সীমান্ত এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে যান।

রাত দুইটার দিকে তারা ভুল করে পদ্মার ভারতীয় সীমানায় প্রবেশ করে। এসময় ভারতীয় জেলেদের সঙ্গে তাদের মারামারি হয়। পরে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে পিটিয়ে জখম করে।

মঙ্গলবার সকালে বিএসএফ তাদের ছেড়ে দেয়। পরে অন্য জেলেদের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাদের গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে মিজানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইফতেখার শামীম আল মাসুদ বলেন, আহতদের সঙ্গে কথা বলতে হাসপাতালে বিজিবি সদস্য পাঠানো হয়েছে। এ ঘটনার জন্য বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হবে।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
পর্তুগালে বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের স্থাপত্য প্রদর্শনী
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
প্রেমিককে তুলে নিয়ে কুপিয়ে জখম করলেন প্রেমিকা
X
Fresh