• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কাজী আরেফ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামির জামিনে মুক্তি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৩

জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী আরেফ আহমেদ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নুরুজ্জামান লাল্টু (৭২) উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি লাভ করেছেন।

সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে তিনি মুক্ত হন এবং স্বজনদের সঙ্গে গ্রামের বাড়িতে যান।

স্ত্রী মনোয়ারা বেগম, মেয়ে লাকী খাতুন, জামাতা আশাবুল হক ও শ্যালক আখতারুজ্জামান লাবলু কারাফটক থেকে তাকে গ্রহণ করেন।

কারাফটকে লাল্টু সাংবাদিকদের জানান, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। বিভিন্ন সময়ে দায়ের করা তার বিরুদ্ধে ৩০টির অধিক মামলা ছিল। বেশিরভাগ মামলায় তিনি খালাস পেয়েছেন।

উচ্চ আদালত জামিন দেয়ায় দীর্ঘ ১৯ বছর পর কারামুক্ত হন তিনি। এবার কৃষিকাজ শুরু করবেন।

প্রসঙ্গত, এক সময়ের শীর্ষ চরমপন্থি নেতা নুরুজ্জামান লাল্টু ১৯৯৯ সালের ২৯ জুলাই তৎকালীন সরকারের আহ্বানে সহযোগীদের নিয়ে পুলিশের কাছে নিজ গ্রাম আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অস্ত্রশস্ত্রসহ আত্মসমর্পণ করেন।

নুরুজ্জামান লাল্টুর আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সামাদ জানান, তার বিরুদ্ধে ৩০টির অধিক মামলা ছিল। কাজী আরেফ হত্যা মামলায় তিনি জামিনে ছিলেন। অন্য একটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়ে মুক্তি লাভ করেছেন।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার ইমরান হোসেন আরটিভি অনলাইনকে জানান, নুরুজ্জামান লাল্টু জামিনে মুক্তি পাওয়ায় কারামুক্ত হয়েছেন।

আরও পড়ুন:

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলেজছাত্রকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ 
বারের সামনে চুলোচুলি, ভাইরাল সেই ৩ নারী গ্রেপ্তার
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
X
Fresh