• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আপিলে খালেদার সাজা বাড়তেও পারে: শাজাহান

মাদারীপুর প্রতিনিধি

  ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৬

বিএনপি তাদের নেত্রীকে বাঁচাতে হাইকোর্টে আপিল করতে পারেন। কিন্তু বিগত দিনে দেখেছি হাইকোর্ট অনেক সময় দুর্নীতির জন্যে সাজা বাড়িয়েছে। তাই আপিলে খালেদার সাজা বাড়তেও পারে। বললেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

শুক্রবার মাদারীপুরে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

শাজাহান খান আরও বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে দুর্নীতির দায়ে আদালত যে রায় দিয়েছেন তার প্রতিবাদে কোনও মিছিল-মিটিং, প্রতিবাদ হয়নি। অথচ আমরা এরশাদবিরোধী আন্দোলনে কারফিউয়ের মধ্যেও আন্দোলন করেছিলাম। এতেই প্রমাণিত হয় বাংলার মানুষ খালেদা জিয়ার সঙ্গে নেই। তিনি মানুষ হত্যা করেছেন, মানুষকে পুড়িয়ে মেরেছেন। তার দোষের সাজা হয়েছে। এতে বিএনপির আক্ষেপ করার কিছু নেই।
--------------------------------------------------------
আরও পড়ুন: সেনবাগে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

--------------------------------------------------------

মন্ত্রী এসময় এশিয়ান ফুটবল কনফেডারেশনের আর্থিক সহযোগিতায় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত মাদারীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে দেয়া ‘মিনি আর্টিফিশিয়াল টার্ফ’ উদ্বোধন করেন।

এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদ, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, সদস্য আমিরুল ইসলাম বাবু ও মাদারীপুর পুলিশ সুপার সরোয়ার হোসেন। পরে অতিথিরা মিনি আর্টিফিশিয়াল টাফ ঘুরে দেখেন। এসময় মাদারীপুরে ক্রীড়াঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল
‘খালেদা জিয়ার মুক্তির জন্য আমি আলোচনায় বসতে প্রস্তুত’
জামিনে মুক্তি পেলেন সেই খালেদা, অঝোরে কাঁদলেন মেয়েকে জড়িয়ে
খালেদা জিয়ার সঙ্গে রাজনৈতিক আলাপ হয়নি : মির্জা ফখরুল
X
Fresh