• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে গ্রেপ্তার ৭৮

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০৪

নাশকতার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহ থেকে বিএনপি ও জামায়াতের ৭৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গতকাল বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়।

আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, নাশকতার আশঙ্কায় বিএনপি ও জামায়াতের ২৫ জন নেতাকর্মীকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ মো. ইমতিয়াজ আহমেদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সকল উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চলছে। এ অভিযানে ২৪ জন বিএনপি ও জামায়াতের একজনকে আটক করা হয়েছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: কালিয়াকৈরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
--------------------------------------------------------

এদিকে ঝিনাইদহে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি।

ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলাব্যাপী পুলিশের নাশকতাবিরোধী অভিযান চলমান রয়েছে। অভিযানের অংশ হিসাবে জেলার বিভিন্ন উপজেলা থেকে পাঁচ জামায়াত ও ১৬ বিএনপি নেতাকর্মীসহ ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় উদ্ধার করা হয়েছে ছয়টি ককটেল। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

আরও পড়ুন:

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
কাফরুলে বাসাবাড়িতে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেপ্তার ৭
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
X
Fresh