• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

অপহরণের তিন দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

  ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০৮

অপহরণের তিন দিন পর গাইবান্ধার ফুলছড়ি উপজেলা থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার উপজেলার রতনপুর এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কৃষকের নাম আব্দুল মজিদ। তিনি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে আরটিভি অনলাইনকে জানান, গেলো সোমবার রাতে স্থানীয় কতিপয় ব্যক্তি আব্দুল মজিদকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর তার কোনও খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা কয়েকজনের নাম উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি করে। পরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রতনপুর এলাকার ব্রহ্মপুত্র নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মজিদের মরদেহটি উদ্ধার করে।
--------------------------------------------------------
আরও পড়ুন: নারায়ণগঞ্জে অপহরণের পর নববধূকে ধর্ষণ
--------------------------------------------------------

ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে মজিদকে অপহরণের পর হত্যা করে তার মরদেহ নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে।

বিষয়টি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে মাওবাদী নেতাসহ নিহত ২৯
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
পুলিশের ঘুষিতে আসামি নিহত
ঈদে মেয়ে ও জামাইকে কাপড় দিতে না পেরে আত্মহত্যা
X
Fresh