• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রূপালী ব্যাংক মহাস্থানগড় শাখা ম্যানেজার নিখোঁজ

২ কোটি ৬৯ লাখ টাকা আত্মসাৎ, ম্যানেজারের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি

  ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫১

বগুড়ার মহাস্থানগড়ের রূপালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক নিখোঁজ এবং টাকা আত্মসাতের ঘটনার তিন দিন পর ২ কোটি ৬৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সদর থানায় মামলা হয়েছে।

বুধবার বিকেলে ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যনেজার (ডিজিএম) সরদার মো. হাবিবুর রহমান বাদি হয়ে বগুড়া সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় রূপালী ব্যাংক মহাস্থান শাখার নিখোঁজ ব্যবস্থাপক জোবায়েনুর রহমান এবং স্থানীয় ব্যবসায়ী আজমল হোসেনকে আসামি করা হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: খাগড়াছড়িতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ আটক ৬
-------------------------------------------------------

মামলায় বলা হয়েছে, নিখোঁজ জোবায়েনুর রহমান বিভিন্ন সময় পে অর্ডার থেকে ভুয়া ঋণ সৃষ্টি করে ২ কোটি ৬৯ লাখ ১ হাজার ৮০১ টাকা আত্মসাৎ করেন। তাকে সহযোগিতা করেন ব্যবসায়ী আজমল হোসেন।

রূপালী ব্যাংকের বগুড়া অঞ্চলের ডিজিএম সরদার মো. হাবিবুর রহমান জানান, তদন্ত কমিটির প্রতিবেদনে ওই পরিমাণ টাকা জালিয়াতি করে আত্মসাৎ করার সত্যতা মিলেছে। প্রতিবেদন হাতে পাবার পরই নিজে বাদি হয়ে মামলাটি দায়ের করা হয়েছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদ হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় মহাস্থান হাটের ইজারাদার আজমল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিখোঁজ জোবায়েনুর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, রোববার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রূপালী ব্যাংক মহাস্থান শাখার ব্যবস্থাপক জোবায়েনুর রহমান চা খাওয়ার কথা বলে ব্যাংক থেকে বের হয়ে যাবার পর থেকে নিখোঁজ রয়েছেন। ব্যাংক ম্যানেজার নিখোঁজের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে ব্যাংকে আমানত জমাকারী গ্রাহকরা তাদের হিসাব দেখার চেষ্টা করেন এবং অনেকেই অভিযোগ করেন তাদের হিসাবের গড়মিল পাওয়া গেছে। পরে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চার সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করেন।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে ডলার আত্মসাৎ, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা
২৫ কোটি টাকা আত্মসাৎ মামলায় আত্মসমর্পণ করতে যাচ্ছেন ড. ইউনুস
চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ, ভুয়া পুলিশ গ্রেপ্তার 
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
X
Fresh