• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মুজিবনগরে পুলিশের টহল পিকআপকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

মেহেরপুর প্রতিনিধি

  ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৪৪

মেহেরপুরের মুজিবনগরে পুলিশের টহল পিকআপভ্যানকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে পিকআপভ্যান চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেয়েছেন পুলিশ সদস্যরা।

ঘটনাস্থল থেকে বিস্ফোরিত চারটি বোমা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে মুজিবনগর উপজেলার বিদ্যাধরপুর বাজারে এ ঘটনা ঘটে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের পাঁচজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, দারিয়াপুর ইউনিয়নের বিদ্যাধরপুর বাজারে ইসলামী ছাত্র শিবিরের মুজিবনগর উপজেলা সভাপতি বুলেট মিয়ার মেশিনারি পার্টসের দোকানের পাশে বিএনপি-জামায়াতের মিটিং চলছিল।

--------------------------------------------------------
আরও পড়ুন: মেহেরপুরের গাংনী পৌর মেয়র বরখাস্ত
--------------------------------------------------------

এসময় উপ-পরিদর্শক (এসআই) মিজানের নেতৃত্বে পুলিশের টহলদল ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে পুলিশের গাড়ি লক্ষ্য করে কয়েকটি বোমা নিক্ষেপ করা হয়।

চালক বুদ্ধি খাটিয়ে গাড়ি ঘুরিয়ে নিরাপদ দূরত্বে যেতে সক্ষম হন। পরে পুলিশ সদস্যরা হামলাকারীদের ধাওয়া করে। এসময় বিএনপি ও জামায়াত-শিবিরের পাঁচজনকে আটক করা হয়।

খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত একটি দল ও অন্যান্য টহল দল সেখানে গিয়ে অভিযানে যুক্ত হয়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত, স্যান্ডেল, লাঠিসোটা ও অবিস্ফোরিত চারটি বোমা উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, পুলিশের গাড়ি লক্ষ্য করে নিক্ষেপ করা বোমাগুলোর মধ্যে ছয়টি বিস্ফোরিত হয়েছে। তবে পুলিশ সদস্যরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, ব্যাহত হচ্ছে ফসল ঘরে তোলার কাজ 
মেহেরপুরে গরমে বেড়েছে শরবতের চাহিদা, যত্রতত্র দোকান
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, দুশ্চিন্তায় বোরো ধান চাষিরা
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, বাধাগ্রস্ত হচ্ছে চাষের কাজ 
X
Fresh