• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

খাগড়াছড়িতে বিএনপির ২৪ নেতাকর্মী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৫

খাগড়াছড়িতে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল সোমবার দিনগত রাতে খাগড়াছড়ি সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলায় রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: রংপুরে মুক্তিযোদ্ধা হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন
--------------------------------------------------------

আটককৃতদের মধ্যে খাগড়াছড়ি জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মফিজ মিয়া ও পৌর ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন, মহালছড়ি উপজেলা যুবদলের সহ-সভাপতি নবী হোসেন ও প্রচার সম্পাদক জিন্দা মিয়া, গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জসিম মিয়া, লক্ষ্মীছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সোহেল ও যুবদল কর্মী আলমগীর, মানিকছড়ি উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন, পানছড়ি জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক কামরুল ইসলাম ও দীঘিনালা উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ওসমান গণির নাম জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার আশঙ্কায় এ পর্যন্ত পুরো জেলায় ২৪ জন বিএনপির নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে জেলা বিএনপি দাবি করেছে বিভিন্ন উপজেলা থেকে তাদের ৩৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার এমএ সালাউদ্দিন আরটিভি অনলাইনকে জানান, আগামী আট ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে সামনে রেখে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় এদের আটক করা হয়েছে।

আরও পড়ুন:

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে বিএনপি নেতা মিন্টু
বিএনপি এখন পথহারা পথিক : ওবায়দুল কাদের
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা : রিজভী
বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী কারাগারে
X
Fresh