• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পঞ্চগড়ে বিএনপি-জামায়াতের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির আশঙ্কায় পঞ্চগড়ে গেলো দুই দিনে ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশই বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মী বলে জানা গেছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, নাশকতা সৃষ্টির আশঙ্কায় বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে।

পুলিশ জানায়, বিশেষ অভিযানে গেলো দুই দিনে জেলার বিভিন্ন এলাকা থেকে ২৬ জনকে আটক করা হয়। এদের মধ্যে গেলো রোববার রাতে ১৪ জন এবং সোমবার দিনগত রাতে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: রাজশাহীতে ওয়ার্ড বিএনপির সভাপতিসহ গ্রেপ্তার ৫
--------------------------------------------------------

গ্রেপ্তারদের মধ্যে পঞ্চগড় জেলা যুবদলের সহ-সভাপতি মাহাফুজার রহমান বাবু, সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের কামারপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান, জেলা শহরের কায়েতপাড়া এলাকার আনোয়ার হোসেন, বলেয়াপাড়ার তারিকুল ইসলাম, শরিফুল ইসলাম, রাজনগরের জিকো, কামতপাড়ার খন্দকার মাহমুদুল হাসান, বোদা উপজেলার ইসলামবাগ এলাকার মো. রিপন, ইসলামপুরের সালমান আলী, ঝলই শালশিড়ির মো. রাজিব, রাসেল, দেবীগঞ্জ উপজেলার হাজেরাডাঙ্গা এলাকার জহুর আলী, কালিগঞ্জ এলাকার মমিনুল ইসলাম, খারিজা ভাজিনির শুকুর আলী, প্রধানাবাদ ঢাকাইয়া পাড়ার আবু বক্কর, আমিনুর রহমান, সোনাহার এলাকার শাহাজাহান আলী, মাহাবুর রহমান, মনোয়ার হোসেন, আটোয়ারি উপজেলার দক্ষিণ তরিয়া এলাকার মুসলিম উদ্দিন, কাটালির ইব্রাহিম, বার আলিয়া এলাকার আবুল কাসেম, তেঁতুলিয়া উপজেলার গনাগজ এলাকার আব্দুল কুদ্দুস, আজিজ নগরের আব্দুল গনি, মালিগজের আবুল কাসেম ও ভজনপুর এলাকার হামিদুল ইসলামের নাম জানা গেছে।

পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহাম্মেদ আরটিভি অনলাইনকে বলেন, গেলো দুই দিনে নিয়মিত মামলার ২৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে বিএনপি নেতা মিন্টু
বিএনপি এখন পথহারা পথিক : ওবায়দুল কাদের
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা : রিজভী
বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী কারাগারে
X
Fresh