• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৫

চুয়াডাঙ্গায় বিএনপি ও জামায়াতের ১৭ জন নেতাকর্মীসহ ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার চার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে নাশকতা ও নাশকতার চেষ্টার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রয়েছে। দুপুরে তাদের আদালতে হাজির করা হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার চার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতা, নাশকতার চেষ্টাসহ বিভিন্ন মামলায় ৪৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
--------------------------------------------------------
আরও পড়ুন: রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কাজ করবে সুইজারল্যান্ড
--------------------------------------------------------

এর মধ্যে চুয়াডাঙ্গা সদর থানা সাতজন, দামুড়হুদা মডেল থানা ১২ জন, জীবননগর থানা সাতজন ও আলমডাঙ্গা থানা পুলিশ ২০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে ১৭ জন বিএনপি ও জামায়াতের নেতাকর্মী। বাকিরা বিভিন্ন মামলার আসামি।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহববুর রহমান আরটিভি অনলাইনকে জানান, আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা যেন কোনো নাশকতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক রয়েছে পুলিশ।

এরই প্রেক্ষিতে চার উপজেলায় পুলিশের বিভিন্ন টিম অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ ৪৬ জনকে আটক করেছে।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

আরও পড়ুন:

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে লাইভের জেরে চাকরি গেল এসপির
ঘের থেকে স্যাটেলাইট ট্যাগ লাগানো কুমির উদ্ধার
রূপসায় কার্গো জাহাজ ডুবি, নিখোঁজ ১ জনের মরদেহ উদ্ধার
খুলনায় বজ্রপাতে গাভীসহ যুবকের মৃত্যু
X
Fresh