• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

গাজীপুর প্রতিনিধি

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৭

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার মালিক খোকা মিঞা হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আদালত এ মামলার অপর একটি ধারায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন। মামলার রায়ে দুইজনকে খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: রাজধানীতে ৮ ফেব্রুয়ারি থেকে অস্ত্র, বিস্ফোরক বহন ও সভা-মিছিল নিষিদ্ধ
--------------------------------------------------------

দণ্ডপ্রাপ্তরা হলেন নরসিংদীর কামরুল ইসলাম, গাজীপুরের শওকত ও মিজান এবং নেত্রকোনার শাহীন মিয়া।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৯ জানুয়ারি রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাধুখোলা খাসপাড়া এলাকার জঙ্গলে সিএনজিচালিত অটোরিকশার মালিক খোকা মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় দণ্ডপ্রাপ্ত আসামিরা। এসময় তাদের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন চালক জসিম উদ্দিন।

এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় পুলিশ বাদী হয়ে ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

পরে ২০১২ সালের ১৫ মে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

মামলার রায়ে ছয়জন আসামির মধ্যে দুইজনকে খালাস দেয়া হয়। বাকি চারজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে গাজীপুরের শওকত পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন গাজীপুরের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হারিছউদ্দিন আহম্মদ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মমিন খান ও অ্যাডভোকেট নাসরিন আক্তার।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সিএনজিচালককে হত্যায় ২ যুবকের মৃত্যুদণ্ড 
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
X
Fresh