• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সিলেটে বৃষ্টির সম্ভাবনা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৪৭

চলতি মাসের মাঝামাঝি সময়ে আবহাওয়ায় বেশ পরিবর্তন আসবে। শীত বিদায়ের সঙ্গে সঙ্গে বসন্তের আগমন ঘটবে। ফলে দেশে অনেক এলাকায় কিছুটা পরিবর্তন আসতে শুরু করেছে। তারই অংশ হিসাবে সিলেটের বেশ কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রোববার আরটিভি অনলাইনকে এমনটাই জানালেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফুর রহমান।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। এছাড়া আগামী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে। সারাদেশে আকাশ অস্থায়ী ভাবে আংশিক মেঘলা বা শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হাল্কা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।