• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জুতা ধুয়ে পানি খাওয়ানোয় মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি

  ৩১ জানুয়ারি ২০১৮, ১৫:২৯

ঝালকাঠিতে এক মাদরাসার শিক্ষার্থীকে জুতা ধুয়ে পানি খাওয়ানোর অভিযোগ পাওয়া গেছে মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় শিশু নির্যাতন মামলায় মো. মনিরুজ্জামান (৫৫) নামের শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝালকাঠি বিকনা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঝালকাঠি সদর থানার ওসি মো. তাজুল ইসলাম।

গ্রেপ্তার শিক্ষক মো. মনিরুজ্জামান শহরের বিকনা এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবং বিকনা দ্বীনিয়া মহিবুল্লাহ মাদরাসার শিক্ষক।

ঝালকাঠি থানার এসআই মো. হানিফ জানান, গেলো ২৮ জানুয়ারি ঝালকাঠির শহরতলির বিকনা দ্বীনিয়া মহিবুল্লাহ মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র নাছিরুল্লাহসহ (৭) অন্য শিক্ষার্থীদের গণিত শিক্ষক মো. মনিরুজ্জামান ১ থেকে ৫০ পর্যন্ত লিখতে বলেন।

তখন অনেকে লিখতে পারলেও নাছিরুল্লাহ লিখতে পারেনি। পরে যারা পেরেছে তাদের জুতা ও পা ধোয়া পানি জোর করে শিক্ষার্থী নাছিরুল্লাহকে পান করান শিক্ষক মনিরুজ্জামান।

এসময় ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়।

মো. নাছিরুল্লাহ ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার মো. রুহুল আমিনের ছেলে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা সাহিদা বেগম বাদী হয়ে শিক্ষক মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে ঝালকাঠি থানায় মামলা করেন।


আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘এখন আমার কি হবে, মনুরে লইয়া কোন পথে যামু’
ঝালকাঠিতে নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহত ১৪ : চালক-হেলপার আটক
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিচয় মিলেছে
X
Fresh