• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সিপিবি নেতা মোস্তফা কামাল আর নেই

নেত্রকোনা প্রতিনিধি

  ৩১ জানুয়ারি ২০১৮, ১২:৪৩

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেত্রকোনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মোস্তফা কামাল (৬৮) আর নেই।

গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নেত্রকোনা সদর হাসপাতালে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

কমরেড মোস্তফা কামালের পরিবার সূত্রে জানা গেছে, আজ বুধবার জোহরের নামাজের পর নেত্রকোনা শহরের কাটলি এলাকায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ পূর্বধলা উপজেলার কামারহাটি গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানেই পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে।

এদিকে মোস্তফা কামালের মৃত্যুর খবর শুনেই নেত্রকোনার রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীরা তার কাটলির বাসায় ছুটে যান। সেখানে নিহতের মরদেহে শেষ শ্রদ্ধা জানানো হয়।

মোস্তফা কামাল মহান মুক্তিযুদ্ধে গেরিলা বাহিনীর সদস্য হিসেবে যোগদান করেছিলেন। তার এই মৃত্যুতে নেত্রকোনার রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কায়সার কামালকে ‘কুলাঙ্গার’ বললেন ব্যারিস্টার খোকন
‘ওমর’ প্রসঙ্গে দর্শনা বললেন, ‘নানা সমস্যা’
মুরাদ নূরের সুরে নতুন রূপে সুফিয়া কামালের ‘প্রার্থনা’
‌‘মাদক বিস্তারে একটা আশঙ্কাজনক অবস্থায় আমরা চলে এসেছি’
X
Fresh