• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে গানপাউডারসহ দুই জেএমবি সদস্য আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী

  ৩১ জানুয়ারি ২০১৮, ১১:৩৯

রাজশাহীতে গানপাউডার ও বোমা তৈরির সরঞ্জামসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশর (জেএমবি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫।

মঙ্গলবার মধ্যরাতে রাজপাড়া থানার কাশিয়াডংগা থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পশ্চিম শেরপুর গ্রামের মৃত মাওলানা ফরিদ উদ্দিনের ছেলে আতিউল্লাহ সরকার (২৩) ও গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কুমেদপুর গ্রামের মৃত তালেব আলীর ছেলে মোকসেদুল ইসলাম (২২)।

র‌্যাব-৫ এর মেজর এএম আশরাফুল ইসলাম আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই দুই জেএমবি সদস্যর কাছ থেকে এক কেজি ২৪০ গ্রাম গানপাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কাঁচের বোতল, সুইচ, সার্কিট, স্কচটেপ, ব্যাটারি, সুপার গ্লু আঠা, কাটা ও ইলেকট্রিক তার ইত্যাদি।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগেরহাটে ৫ জেএমবি সদস্যের কারাদণ্ড
X
Fresh