• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সাভারে আগুনে প্রাণ গেলো দুই শিশুর

সাভার প্রতিনিধি

  ২৮ জানুয়ারি ২০১৮, ১১:৫০

সাভারে একটি বস্তিঘরে আগুন লেগে সহোদর দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার রাতে সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলো জাহিদ (১৩) ও নাহিদ (৬)। তাদের গ্রামের বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার ত্রিমোহনী গ্রামে বলে জানা গেছে। ঘরে আগুন লাগার সময় ওই দুই শিশুর মা জোবেদা বেগম ঘরে ছিলেন না।

ফায়ার সার্ভিস জানায়, রাতে ওই বস্তির নিজ ঘরে মোমবাতি জ্বালিয়ে দুই ভাই ঘুমিয়ে পড়ে। এসময় মোমবাতি থেকে লাগা আগুনে পুরো ঘরটি পুড়ে যায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং শিশু দুটির মরদেহ উদ্ধার করে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব দাস আজ রোববার সকালে আরটিভি অনলাইনকে জানান, পুলিশ ময়নাতদন্তের জন্য দুই শিশুর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল
রাজশাহী নগরীর নিউ মার্কেটের একটি দোকানে আগুন
ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
X
Fresh